দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজকে পরিশুদ্ধ করতে হবে-কৃষি মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, February 17, 2020

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজকে পরিশুদ্ধ করতে হবে-কৃষি মন্ত্রী

কুতুবউদ্দিনরা,চট্টগ্রাম:
 কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা রয়েছে। আইনজীবীগণ যুক্তিতর্কের মধ্যদিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজকে পরিশুদ্ধ করতে হবে। 

কৃষিমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রাম আইনজীবী সমিতি আয়োজিত চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের ৯ম স্বরণসভায় এ কথা বলেন। 

স্বরণসভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের জেষ্ঠ্যপুত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসন বাবুল, অ্যাডভোকেট চন্দন তালুকদার, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, অ্যাডভোকেট অশোক কুমারসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

তথ্যমন্ত্রী তাঁর পিতার স্বৃতিচারণকালে বলেন, আইনপেশা মহৎ পেশা। সত্য-মিথ্যার লড়াই করে সত্যকে উদঘাটন করতে হয়। এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই। যা আমি আমার পিতার জেষ্ঠ্যপুত্র হিসেবে কাছে থেকে দেখেছি। এখানে সাধারণ মানুষের উপকার করার অনেক সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন,  পাবলিক প্রসিকিউটর হওয়ার জন্য এখন অনেকে দৌড়-ঝাপঁ করেন। আমার পিতা তদবির ছাড়াই পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, এরশাদ ও জিয়া বাংলাদেশে সৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। শামরিক শাসন দিয়ে দেশের উন্নয়ন হয় না। সাধারণ মানুষ ন্যায্য অধিকার পায় না। মানবাধিকার নিশ্চিত হয় না। তারা মাইনাস-দু ফরমুলায় দেশ পরিচালনা করতে চেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে রায় দিতে হবে।

বাংলাদেশের রাজনীতিতে জাতির জনকের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ড. কামাল হোসেন কে জাতির জনক দুইবার এমপি বানিয়েছেন। জাতির জনকের হাত ধরে তিনি রাজনীতি শিখেছেন। এখন তিনি আওয়ামী লীগ সরকারকে নিয়ে এমন ভাষা ব্যবহার করেন যা জাতি আশা করেনি। আইনজীবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের আদর্শ নিয়ে আইনপেশায় নিযুক্ত হতে হবে। তিনি ছিলেন সৎ ও ন্যায় পরায়ণ ব্যক্তি। সত্যকে সত্য বলার মত সৎ সাহস তার ছিল। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত আইনজীবীরা চট্টগ্রাম জেলায় সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান। 

No comments: