মো. দ্বীন ইসলাম, মতলব (চাঁদপুর) থেকেঃ
সমাজের নিম্ন আয়ের মানুষদের সবাই সাহায্য করলেও বর্তমানে অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। এই পরিবারগুলো কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পারায় অভাবে দিন পার করছেন। কষ্টে দিন পার করলেও লজ্জায় সাহায্য চাইতে পারছেনা অনেক পরিবার। আর কষ্টে থাকা এই মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর (একাংশের) যুবক।
শুক্রবার রাতে নীরবে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুবকরা এলাকায় ঘুরে খোঁজ নিয়ে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে রাতের আঁধারে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন।
এ বিষয়ে হাজীপুর (একাংশ) যুবকদের পক্ষে যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রধান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে সমাজের নি¤œœ আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো অসহায়ভাবে দিন পার করছে। কেননা শহরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। ফলে এই মধ্যবিত্ত অসহায় পরিবারগুলোর জন্য রাতের আঁধারে তাদের ঘরের নিয়ে খাবার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি। বিতরণ কালে উপস্থিত ছিলেন, মো. জসিম উদ্দিন প্রধান, শফিকুল ইসলাম গাজী, নুরু গাজী, আরিফুল ইসলাম খান, শিপন গাজী, বাদশা দেওয়ান, শাহাদাত হোসেন, এমদাদুল হক প্রধান, আমিনুল রশীদ গাজী, মোহন, আব্দুল্লাহ, মামুন, শাহাজালাল’সহ অনেকে।
সময়/দেশ/আশ/০২-০৫-২০২০