হাসপাতালে ভর্তির ১০ মিনিট পর বৃদ্ধের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১২, ২০২০

হাসপাতালে ভর্তির ১০ মিনিট পর বৃদ্ধের মৃত্যু


সময় সংবাদ ডেস্ক//
চাঁদপুরে শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ১০ মিনিট পর ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তিনি মারা যান। তার বাড়ি সদর উপজেলার বহরিয়া এলাকায়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শ্বাসকষ্ট নিয়ে রোববার বেলা পৌনে ১২টায় ওই বৃদ্ধকে নিয়ে সদর হাসপাতালে আসেন স্বজনরা। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ২৮৫ জন হলো। এছাড়া সুস্থ হয়েছেন ৬৮১ জন ও মারা গেছেন ৬৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নয়জন, হাইমচরে দুইজন, মতলব দক্ষিণে দুইজন, ফরিদগঞ্জে আটজন, হাজীগঞ্জে ১০ জন ও কচুয়ায় তিনজন।


Post Top Ad

Responsive Ads Here