প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত


সময় সংবাদ ডেস্ক//
কিশোরগঞ্জে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেফতার নভেল নামে এক যুবক আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

বুধবার কিশোরগঞ্জের বিচারিক হাকিম আশিকুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ওই যুবকের জবানবন্দি গ্রহণ করেন।

নভেল নামে ওই যুবক কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।

করিমগঞ্জ থানার এসআই আমীরুল মোমেনিন বলেন, বখাটে নভেল নিয়ামতপুরে তার বোনের বাড়ি এসে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতো। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারে যাওয়ার পথে এই যুবক মেয়েটির পথরোধ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সে মেয়েটির বুকে, পেটে ও পিঠে অন্তত আটটি ছুরিকাঘাত করে। 

পরে করিমগঞ্জ থানার পুলিশ রাতে অভিযান চালিয়ে নিয়ামতপুর বাজারের পাশের একটি বাড়িতে আত্মগোপনে থাকা নভেলকে আটক করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নভেলকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।


Post Top Ad

Responsive Ads Here