চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে বন্যা কবলিতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়েছে। বৃৃহস্পতিবার (১৩ আগস্ট) মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ২’শ ৫০ বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করা হয়।
কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোবহান সরকার সুভা ট্রলার দিয়ে ঘুরে ঘুরে পানি বন্দি মানুষকে সহায়তা তুলে দেন।
বিতরণকালে চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, বন্যার শুরু থেকে এখন পর্যন্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে। তাই আপনাদের উদ্বেগের কোন কারন নেই। পর্যায়ক্রমে প্রতিটি বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে। আপনারা ধৈর্য্য ধরে এ দূর্যোগ মোকাবেলা করুন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দুুর্যোগে কোনো মানুষই না খেয়ে থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।এ সময় ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দাস’সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।