সময় সংবাদ ডেস্কঃ
বান্দরবান রোয়াংছড়ির তারাছা ইউপির সবচেয়ে পুরাতন তালুকদার পাড়া গ্রামের ৭০ টি বাড়ি আগুনে পুড়ে গেছে। সোমবার রাত ১টার দিকে পাড়ার থোয়াইহ্লা প্রুর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, রাত একটার সময় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে গেলে পুরো পাড়ার ৭০টি বাড়ি মূহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কালাম জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।