ছবি: জাস্টিন ট্রুডো |
নিজস্ব প্রতিবেদকঃ
পরিবার নিয়ে লুকিয়ে থাকা কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর ওপর করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
"আজ সকালে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে," তিনি লিখেছেন। আমি ভালো আছি এবং এই সপ্তাহে আমি স্বাস্থ্যবিধি মেনে আমার দূরত্ব বজায় রাখার জন্য কাজ করব। পোস্টের শেষে তিনি সবাইকে টিকা নিতে বলেন।
বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বোরবার (৩০ জানুয়ারী) কিছু কানাডিয়ান মিডিয়া দাবি করেছে।
করোনার ভ্যাকসিনের প্রতিবাদে কানাডায় বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন ট্রাক চালকরা। ট্রাক চলাচল বন্ধ থাকায় বিভিন্ন শহর স্থবির হয়ে পড়েছে। এতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। রাজধানী অটোয়ায় হাজার হাজার ট্রাক চালক মালামাল না নিয়ে জড়ো হয়েছেন।
ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে ট্রুডো পরিবার গোপন ঠিকানায় আশ্রয় নিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর অবস্থান জানানোর সুযোগ নেই।
সূত্র: সিএনএন
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ