পিরোজপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত |
পিরোজপুর প্রতিনিধি :
মুজিববর্ষে পঞ্চম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম আলী, মাহমুদ হোসেন, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।