ভুয়া পশু চিকিৎসকের ১০ হাজার টাকা জরিমানা! |
সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মো. বশির নামে এক ভুয়া পশু চিকিৎসক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন আটক ভুয়া চিকিৎসককে ১০দশ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত বশির চরকালকিনির আব্দুর সুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা পশু কর্মকর্তা ডা. যোবায়ের হোসেন।তিনি জানান, দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট এলাকায় বশির নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন। পরে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন স্বল্পমূল্যে দেয়ার লোভ দেখান। এই বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা পশু হাসপাতালে জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মো. বশিরকে ১০দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি একজন ভুয়া পশু চিকিৎসক।