বাঁশখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১৪, ২০২২

বাঁশখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা | সময় সংবাদ

বাঁশখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা | সময় সংবাদ


মুহাম্মদ আনিছুর রহমানঃ

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রামের বাঁশখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 



সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পযর্ন্ত উপজেলা সদর ও মিয়ার বাজারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।



অভিযানে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে মিয়ার বাজারের আবসার স্টোরকে ১০০০ টাকা, নজরুল স্টোরকে ১০০০ টাকা, আতিক স্টোরকে ৫০০ টাকা, আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা ও উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১০০০ টাকা জরিমানা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অপচেষ্টা চালায়। আজকের অভিযান ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষ্যে পরিচালনা করেছি। সব ব্যবসায়ীকে বাজার অস্থিতিশীল না করার জন্য সতর্ক করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাজারব্যবস্থা স্থিতিশীল রাখতে আমাদের সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন ব্যবসায়ী পণ্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






Post Top Ad

Responsive Ads Here