নোয়াখালীতে দিনদুপুরে ডাকাতি,স্বর্ণালংকার ও টাকা লুট | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায় এক বাড়িতে দিনে-দুপুরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ২ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে। রোববার (১৩ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কেরামত আলী হাজী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। খবর পেয়ে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ওই বাড়ির গৃহবধূ শামিমা আক্তার বলেন, আমার স্বামী কাজী মাইনুদ্দীন হোসেন ঢাকা যাওয়ার সময় আমাকে মাইজদীর বাসায় রেখে যান। আমার মামা শ্বশুর সাহাব উদ্দিন মাঝেমধ্যে ঘরে আসতেন। উনি আজ (রোববার) বিকেলে বাসায় ঢুকার চেষ্টা করলে দেখেন তালা ভাঙা ও ভেতর থেকে ছিটকানি দেওয়া।
তিনি আরও বলেন, পরবর্তীতে আমি বাসায় ঢুকে দেখি আলমারি-কেবিনেটের তালা ভাঙা ও সব এলোমেলো। ডাকাতরা দিনে-দুপুরে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুটে নেয়।