উজ্জল অধিকারী, বেলকুচি প্রতিনিধি:
আজ ৪ এপ্রিল "ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ'' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অনলাইন পোর্টালে"ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ'' এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।