ওয়াগনারের বিদ্রোহ ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প
সময় সংবাদ/ আন্তর্জাতিক:
রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে ভাড়াটে বাহিনী ওয়াগনারের সংঘাতে মস্কোতে সরকার পতন ঘটতে পারে পশ্চিমাদের এমন আশায় জল ঢেলে দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে।
শনিবার (২৪ জুন) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বড়সড় ঝামেলা চলছে রাশিয়ায়; কিন্তু (অভ্যুত্থান নিয়ে) আশাবাদী হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। পরবর্তী জন আরো মারাত্মক হতে পারে।”
রাশিয়ায় অস্থিরতা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের কিছু সময় পরই বেলারুশের মধ্যস্থতায় চুক্তির পর ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহের ইতি টেনে মস্কোর দিকে অগ্রসর হওয়া বাহিনী সদস্যদের ক্যাম্পে ফিরে যেতে বলেন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় রুশ নেতৃত্বের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী পুতিনের একসময়ের মিত্র প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন, তাকে এই বিদ্রোহের জন্য কোনো ধরনের বিচারের মুখোমুখিও হতে হবে না।
উল্লেখ্য, ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছে- একথা আগেই জানত মার্কিন যুক্তরাষ্ট্র বলে দাবি করা হচ্ছে। এমনকি ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে প্রাথমিকভাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহের মতো কোনও একটা পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে গত বুধবারই মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল।
ওয়াগনারের এই অল্প সময় ধরে চলা বিদ্রোহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উল্লসিত মন্তব্য করতে দেখা গেলেও তার পশ্চিমা মিত্ররা পুতিনের সরকারের পতনের ব্যাপারে প্রকাশ্যে আশাবাদ ব্যক্ত করা থেকে বিরত ছিলেন।
সূত্র: ফক্স নিউজ