স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেমিনার অনুষ্ঠিত

 



ফরিদপুর প্রতিনিধি: 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে. এম হাসিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জিব দাস, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্না বালা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 


সেমিনারে অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ঢাকা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।


এ সময় বক্তারা খাদ্যে অধিক মাত্রায় বিষ প্রয়োগের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা ছাড়াও এর প্রতিকারে আরো বেশি ভূমিকা রাখার করণীয় তুলে ধরেন। 

Post Top Ad

Responsive Ads Here