জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২০, ২০২৩

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ
জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ভেঁড়া, ভেঁড়ার খাদ্য, গৃহ নির্মাণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীরা বিনামূল্যে এ সহায়তা পেয়েছেন।


মঙ্গলবার(২০ জুন) বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। 


এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির এপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার তহুরা ইয়াসমিন প্রমুখ।


প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত ও স্বচ্ছলতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সহায়তা প্রদান করছেন।


পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ পরিবারের মাঝে একটি করে হাঁসের ঘর ,২০টি করে হাঁস ও  ৪০ পরিবারের মাঝে ২টি করে ভেঁড়া , ২৭ কেজি করে ভেঁড়ার খাদ্য, ২টি ঢেউ টিন , ৪টি পিলার , ৫টি প্লাস্টিকের প্যালেট ম্যাট বোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।


সুফলভোগী কাজলী রানী বলেন, আমি  ভেঁড়া সহ এসব উপকরণ পেয়ে অনেক খুশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানায়। এই ভেঁড়া হতে আমার পরিবারে স্বচ্ছলতা আসবেফ আশা করি এবং পরবর্তীতে একটি বড় ভেঁড়ার খামার  করার ইচ্ছে রয়েছে। 



Post Top Ad

Responsive Ads Here