ভালো এবং স্বাস্থ্যবান পরিস্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করতে হবে-অপু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৩, ২০২৩

ভালো এবং স্বাস্থ্যবান পরিস্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করতে হবে-অপু

 

ভালো এবং স্বাস্থ্যবান পরিস্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করতে হবে-অপু
ভালো এবং স্বাস্থ্যবান পরিস্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করতে হবে-অপু

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেছেন, ভালো এবং স্বাস্থ্যবান পরিস্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করতে হবে। চিনি শিল্প রক্ষায় অধিক পরিমানের আখ চাষের বিকল্প নাই। কৃষকদের আখ চাষে উৎসাহিত করতে আখের মূল্যে বৃদ্ধি করা হয়েছে।


 

তিনি রবিবার দেশের বৃহৎ চিনিকল জয়পুরহাট চিনিকলের প্রশিক্ষন মিলনায়তনে গুণগতমান স¤পন্ন বীজআখ এর ব্যাবহার শীর্ষক দু’দিন ব্যাপী এক কৃষক/কৃষাণী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।


বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট এর আয়োজনে এবং কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় ইনস্টিটিউট এর প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, ব্রিট্রিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এর লীফ গ্রোয়িং ম্যানেজার বেলায়েত আহসান।



অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএসআরআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ইমাম হোসেন, বিএসআরআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম, জয়পুরহাট চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) মোঃ তারেক ফরহাদ, আখচাষীদের মধ্যে বক্তব্য দেন খাজা নাজিমদ্দিন, ভারতী রাণী, সাইদুর রহমান প্রমূখ।


আখ চাষে বিমুখ কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। প্রশিক্ষনে জানানো হয় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট জয়পুরহাট উপকেন্দ্রের পক্ষ থেকে ২২৩ টি উন্নত মানের আখচাষ প্রদর্শনী প্লট স্থাপন করেছে। গুণগতমান মানসম্মত বীজআখ এর ব্যবহার করে আখের ফলন বৃদ্ধি সহ কিভাবে লাভবান হওয়া যায় সেই কৌশল বা আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে ৬০ জন ও মাঠ দিবসে ৮০জন কৃষক/ কৃষাণী অংশ গ্রহন করেন।


Post Top Ad

Responsive Ads Here