সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
এরশাদ আলী আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উওরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক বেক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরহেদ উদ্ধার করা হয়েছে। মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে একটি মোবাইল নাম্বার ছিল সেই নাম্বারের সূত্র ধরে পরিচয় সনাক্তের চেস্টা চলছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।