ফরিদপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান- যশোদা জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩

ফরিদপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান- যশোদা জীবন



ফরিদপুর প্রতিনিধি :

এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেছেন, ফরিদপুরের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমাদের অহংকার তারুণ্য সমাজকে এ ক্ষেত্রে কাজে লাগাতে হবে বেশি বেশি করে। তবেই এই অগ্রযাত্রা পরিপূর্ণতা লাভ করবে। 


তিনি বলেন, দেশের প্রত্যান্ত গ্রামের প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নের নিরলস কাজ করে চলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  


দেশ স্বাধীনের পর একমাত্র শেখ হাসিনাই অনেক বাধা বিপত্তিকে সামাল দিয়ে দেশকে এগিয়ে নিতে শক্ত হাতে রাষ্ট্রপরিচালনা করছেন । যা অতীতের কোন সরকার এই ভূমিকা পালন করেনি।


সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএমবি ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ এইসব কথা বলেন।



ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে জীবন দেবনাথ আরো বলেন, আমরা চাই বঙ্গবন্ধুর জন্ম স্থান ফরিদপুর অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হোক । এ জেলার কোন মানুষ বেকার বা কর্মীহীন থাক সেটি চাই না। আগামীতে আপনারা নৌকায় ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনাকে আনতে পারলে সারা দেশের সাথে ফরিদপুর জেলাকে উন্নয়নে শীর্ষে নিয়ে যাবে । আর এ কাজে আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারাও সেক্ষেত্রে ভূমিকা রাখবে ।



অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ সভাপতি প্রফেসর আবুল কাশেম, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা প্রমুখ। 


পরে তিনি পদ্মা নদীতে ভাঙ্গন কবলিত প্রায় শতাধিক পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন।


Post Top Ad

Responsive Ads Here