নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটলেন কাজী আব্দুস সোবহান
শরিফুল হাসান(ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকীতে ফরিদপুরের নগরকান্দায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সাথে নিয়ে কেক কাটলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী আব্দুস সোবহান।
স্থানীয় আওয়ামীলীগ ও আওয়ামী মৎস্যজীবীলীগের আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিরাকান্দা আশ্রয়ণ প্রকল্পে নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মবার্ষিকীর কেক কাটেন কাজী আব্দুস সোবহান। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পের মসজিদের মাইক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
আশ্রয়ণ বাসীরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
কাজী আব্দুস সোবহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের হাজার হাজার গৃহ নির্মাণ করেছে। ভূমিহীন ওগৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাই দিয়েছে।সেই নেত্রীর জন্মদিনে অনেক অনেক শুভকামনা রইলো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে সরকার গঠনে সহযোগিতা করার জন্য আশ্রয়ণে বসবাসকারীদের আহ্বান জানান।
উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের যুগ্ন- আহ্বায়ক আকবার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর কাউন্সিলর সিরিয়া বেগম, সাবেক কাউন্সিলর ওবায়দুর মাতুব্বর, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী সুমন, কাজী রাজু, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান তানভীর, সায়েম হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।