ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস এর প্রতিনিধি সম্মেলনে নৌকা মার্কা পক্ষে ভোট চাইলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ডঃ যশোদা জীবন দেবনাথ (সিআইপি)।
তিনি এ সময় আওয়ামী লীগের ভালো ভালো কাজ জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের আহ্বান জানান। আগামী নির্বাচনে সকলকে একযোগ নৌকা মার্কার পক্ষে কাজ করতে বলেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস এর ফরিদপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন নির্বাহী কমিটির গঠনকল্পে এক প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন।
শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কমিউনিটি সেন্টারে মোহাম্মদ আদর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাইসস এর সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের মিয়া (সিআইপি), ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য রিঙ্কু দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান রাকিব।
এই সময় বক্তারা বলেন, আপনারা জনগণের প্রতিনিধি। জনগণের প্রত্যেকটা ভালো মন্দ কাজের সাথে আপনাদের কর্মকাণ্ড সম্পৃক্ত থাকে। তাই আপনাদের জনগণের সাথে আরো বেশি সম্পৃক্ত থাকতে হবে । তাদের পাশে দাঁড়াতে হবে। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। সব ক্ষেত্রেই বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। আর এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার কারণে। আর তাই আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তারা।