ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে  ৪৮
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে  ৪৮


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে কোনোভাবেই থামছেনা মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে।


অন্যদিকে নতুন করে ৩২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  মারা গেছেন ৪৮ জন ।


গত ২৪ ঘন্টায় মারা যাওয়া তিন নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।


ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান,গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা ও সুফিয়া নামের দুই নারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় জোসনা নামে অপর এক নারীর মৃত্যু হয়েছে।


সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু মহামারী আকার ধারন করেছে।আমাদের এখন সচেতন হওয়া দরকার। 




Post Top Ad

Responsive Ads Here