ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা



ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এফবিসিসিআই এর সহ-সভাপতি ড.যশোদা জীবন দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। 


কাজী জাফর উল্লাহর কাওলীবেড়াধীন বাড়িতে হিন্দু ধর্মাবলাম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সহ-সভাপতি জাকির হোসেন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক  ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক- মোঃ আকরামুজ্জান রাজসহ কয়েকশত হিন্দু ধর্মলম্বী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 



এ সময় বক্তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী 'ধর্ম যার যার উৎসব সবার' নীতিতে অন্যান্য বছরের ন্যায় এবছর সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয় এবং সকল প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তারা জানান। 

Post Top Ad

Responsive Ads Here