ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৪, ২০২৩

ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত

ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত
ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত


এ,কে এম গিয়াসউদ্দিন,ভোলা:

ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ ৪ নভেন্বর "সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ " এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। 


দিনটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


 র‍্যালি শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহিদুজ্জামাম বিপিএম, পুলিশ সুপার, ভোলা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ  ও জেলা সমবায় ইউনিয়ন, ভোলা'র সভাপতি মোঃ ফজলুল কাদের মজনু মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  রিপন কুমার সাহা,উপজেলা নির্বাহী অফিসার (সদর) মো:তৌহিদুল ইসলাম,জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা সমবায় অফিসার, সভাপতি, ব্যবস্থাপনা কমিটি, সমবায় ব্যাংক লিঃ, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ,বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Post Top Ad

Responsive Ads Here