স্পোট্স ডেস্ক:
মেসির হ্যাটট্রিকে দের্পোদিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লিগের শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। গতরাতে ৪-২ গোলের বড় জয় নিয়ে শিরোপা উৎসবে মেতে উঠে কাতালানরা। এ নিয়ে ২৫তম বারের মতো শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্টরা। এদিকে আলাভেসকে ১-০ গোলে হারিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ড্র করলেই শিরোপা পুনরুদ্ধার, এমন সহজ সমীকরণ নিয়ে দের্পোদিভো লা করুনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। এছাড়া কোচ অ্যানেস্তো ভালভারদের সামনে ছিল দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে শিরোপা জয়ের হাতছানি।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ছন্দে কাতালানরা। ম্যাচের সাত মিনিটেই ব্রাজিলিয়ান রিক্রুট কোতিনহোর গোলে শুরু বার্সার শিরোপা জয়ের উৎসব। ৩৮ মিনিটে শুরু হয় লিওনেল মেসির ঝলক। আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত এক গোলে ২-০ গোলের লিড নেয় বার্সেলোনা। তবে, এর দুই মিনিট পর লুকাসের গোলে স্বাগতিকরা ব্যবধান কমালে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিরা।
বিরতির পর সমানতালে লড়তে থাকে দের্পোদিভো। ম্যাচের ৬৪ মিনিটে এমরে কোলাকের গোলে সমতায় ফেরে দলটি। এরপর সময়মতো জ্বলে উঠলেন মেসি। ৮২ মিনিটে তার দেয়া গোলে আবারো এগিয়ে যায় বার্সেলোনা। এর তিন মিনিট পরই হ্যাটট্রিক করেন এই আর্জেন্টাইন। দারুণ এক জয়ে স্প্যানিশ ডাবল জয় নিশ্চিত করলো বার্সেলোনা। এর আগে এই মৌসুমের কোপা দেলরের শিরোপাও ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা।
এদিকে আলাভেসকে ১-০ গোলে হারিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
মেসির হ্যাটট্রিকে দের্পোদিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লিগের শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। গতরাতে ৪-২ গোলের বড় জয় নিয়ে শিরোপা উৎসবে মেতে উঠে কাতালানরা। এ নিয়ে ২৫তম বারের মতো শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্টরা। এদিকে আলাভেসকে ১-০ গোলে হারিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ড্র করলেই শিরোপা পুনরুদ্ধার, এমন সহজ সমীকরণ নিয়ে দের্পোদিভো লা করুনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। এছাড়া কোচ অ্যানেস্তো ভালভারদের সামনে ছিল দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে শিরোপা জয়ের হাতছানি।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ছন্দে কাতালানরা। ম্যাচের সাত মিনিটেই ব্রাজিলিয়ান রিক্রুট কোতিনহোর গোলে শুরু বার্সার শিরোপা জয়ের উৎসব। ৩৮ মিনিটে শুরু হয় লিওনেল মেসির ঝলক। আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত এক গোলে ২-০ গোলের লিড নেয় বার্সেলোনা। তবে, এর দুই মিনিট পর লুকাসের গোলে স্বাগতিকরা ব্যবধান কমালে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিরা।
বিরতির পর সমানতালে লড়তে থাকে দের্পোদিভো। ম্যাচের ৬৪ মিনিটে এমরে কোলাকের গোলে সমতায় ফেরে দলটি। এরপর সময়মতো জ্বলে উঠলেন মেসি। ৮২ মিনিটে তার দেয়া গোলে আবারো এগিয়ে যায় বার্সেলোনা। এর তিন মিনিট পরই হ্যাটট্রিক করেন এই আর্জেন্টাইন। দারুণ এক জয়ে স্প্যানিশ ডাবল জয় নিশ্চিত করলো বার্সেলোনা। এর আগে এই মৌসুমের কোপা দেলরের শিরোপাও ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা।
এদিকে আলাভেসকে ১-০ গোলে হারিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।