প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেছেন সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। সকালে, গণভবনে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তারা। এসময় সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তারা।
এর আগে সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সফররত প্রতিনিধি দল। এসময় রোহিঙ্গাদের বিষয়ে খোঁজখবর নেন তারা।