![]() |
ভোলাহাটে মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত |
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটি, কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সভা রোববার (৩১ আগস্ট ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যানগণ, বিজিবি কোম্পানী কমাণ্ডারগণ, উপজেলা কৃষি ও ইঞ্জিনিয়ারিং অফিসার, সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রধান (ব্র্যাক, ভার্ক, আশা, ডাসকো) এবং স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ভোলাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেডিকেলমোড় এলাকার ড্রেন উন্নয়নের কাজ চলমান। সীমান্তবর্তী এলাকায় দু-একটি ছোট দুর্ঘটনা ছাড়া সীমান্ত পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
উপজেলার নাগরিক ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে সভায় পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।