বোয়ালমারীতে জমি লিখে নেওয়ার চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ৩১, ২০২৫

বোয়ালমারীতে জমি লিখে নেওয়ার চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে জমি লিখে নেওয়ার চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বোয়ালমারীতে জমি লিখে নেওয়ার চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে জোরপূর্বক জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোমেন উদ্দিন বিশ্বাসের ছেলে মো. মোস্তফা বিশ্বাসকে এক বছর পূর্বে তার বড় বোন চন্দনা বেগম পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বিক্রির প্রস্তাব দেন। জমি না নিলে অন্য লোকের নিকট বিক্রি করে দেবে বলে জানান।


নিরূপায় হয়ে মোস্তফা বিশ্বাস বিভিন্ন এনজিও থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে বোনের ১৪ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর মোস্তফার ছোট মেয়ের দুর্ঘটনা এবং স্বপ্নীর অসুস্থতার কারণে অর্থাভাবে বসতবাড়ি থেকে ৫ শতাংশ জমি বিক্রি করতে চান। পাশের চালিনগর গ্রামের রশিদ শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ শতক প্রতি ৩ লাখ টাকা দাম বলেন। অপরদিকে সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলাম শতক প্রতি ৬ লাখ টাকা দাম বললে তাকে জমি রেজিস্ট্রি করে দখল বুঝে দেন।


জাহাঙ্গীরের কাছে কম দামে জমি বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ও তার দুই ভাই আলমগীর ও হেমায়েত বিভিন্ন সময় মোস্তফা বিশ্বাসকে খুন ও জখমের হুমকি দেন। গত শুক্রবার (২৯ আগস্ট) সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে সালিশ বসে। সালিশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস শেখ। উপস্থিত ছিলেন এনায়েত হোসেন মেম্বার, আহাদ মেম্বার, মুশা মেম্বার প্রমুখ।


সালিশের এক পর্যায়ে জাহাঙ্গীর শেখ গংয়ের হুমকি, ধামকি ও অসৌজন্যমূলক আচরণের কারণে সালিশ পণ্ড হয়। এরপর মোস্তফা বিশ্বাসকে একা পেয়ে জাহাঙ্গীর শেখ গংরা তাকে হুমকি দিয়ে ৫ শতাংশ জমি লিখে দিতে বলে। মোস্তফা বিশ্বাস জমি বিক্রি না করতে চাইলে জাহাঙ্গীর শেখ গংরা তাকে কুপিয়ে-পিটিয়ে হত্যার হুমকি দেয়। একইসাথে তার ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয়।


নিরাপত্তাহীনতাবোধে মোস্তফা বিশ্বাস শনিবার সকালে সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন। পরে দুপুরে বোয়ালমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here