ব্লাড ক্যান্সারে আক্রান্ত ক্রীড়াবিদ গৌতম দাসের জীবন বাঁচাতে সাহায্য করুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ৩১, ২০২৫

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ক্রীড়াবিদ গৌতম দাসের জীবন বাঁচাতে সাহায্য করুন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ক্রীড়াবিদ গৌতম দাসের জীবন বাঁচাতে সাহায্য করুন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ক্রীড়াবিদ গৌতম দাসের জীবন বাঁচাতে সাহায্য করুন



স্টাফ রিপোর্টার:

রাজবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড, ভবানীপুরের বাসিন্দা, প্রাক্তন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক গৌতম দাস (৪০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তাঁর মা, স্ত্রী ও পরিবার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।


গৌতম দাস দুই ভাইয়ের মধ্যে বড় এবং তিনি কর্মজীবনে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও কলকাতায় চিকিৎসা করালেও স্থায়ী সুফল মেলেনি। সংসারের সব সম্পদ বিক্রি করেও চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, এবং বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে।


গৌতম দাসের মা শীখা রানী দাস বললেন, “দীর্ঘ এক বছর ধরে ছেলের চিকিৎসায় সব সহায়-সম্বল শেষ হয়ে গেছে। এখন চিকিৎসার জন্য প্রায় ৩০-৩৫ লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবানদের কাছে আমার একমাত্র আবেদন—আমার ছেলেকে বাঁচান।”


স্ত্রী দোলন দাস জানান, “স্বামীর চিকিৎসার জন্য যা কিছু ছিল সব বিক্রি করেছি। ডাক্তার বলেছেন বোনমেরু প্রতিস্থাপন করলে তিনি বাঁচতে পারেন। কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় ৩৫-৪০ লাখ টাকা। আমরা কোথা থেকে এমন অর্থ পাব?”


অসুস্থ গৌতম দাস নিজে বলেন, “আমার আর্থিক অবস্থা খুব খারাপ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমার ছোট একটি মেয়ে আছে, বয়স মাত্র ২ বছর ৮ মাস। মেয়ের জন্য আমি বাঁচতে চাই। যাদের সঙ্গে চলেছি, পড়েছি, খেলেছি—সবার কাছে আবেদন, আমাকে সাহায্য করুন। আমি বাঁচতে চাই।”


সহায়তার জন্য যোগাযোগ:

মোবাইল/বিকাশ/রকেট/নগদ: 01716621006


সোনালী ব্যাংক, রাজবাড়ী ব্রাঞ্চ

অ্যাকাউন্ট নাম: গৌতম দাস

অ্যাকাউন্ট নং: ২২১১১০১০২৫৩৫৯



Post Top Ad

Responsive Ads Here