হাসপাতালে নুরুল হক নুরকে দেখে এলেন শামা ওবায়েদ, চাইলেন সঠিক তদন্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ০২, ২০২৫

হাসপাতালে নুরুল হক নুরকে দেখে এলেন শামা ওবায়েদ, চাইলেন সঠিক তদন্ত

হাসপাতালে নুরুল হক নুরকে দেখে এলেন শামা ওবায়েদ, চাইলেন সঠিক তদন্ত
হাসপাতালে নুরুল হক নুরকে দেখে এলেন শামা ওবায়েদ, চাইলেন সঠিক তদন্ত



সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 


সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি নুরকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


এর আগে সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নুরুল হককে কেবিনে স্থানান্তর করা হয়।


হাসপাতাল থেকে বের হয়ে শামা ওবায়েদ সময় সংবাদের এই প্রতিবেদককে বলেন,“নুরুল হক নুরের মতো আর কাউকে যেন অত্যাচারিত হতে না হয়। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত চাই।”


উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন।


এসময় দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এরপর থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



Post Top Ad

Responsive Ads Here