র্স্পোটস ডেস্ক:-নাজমুল নিরব
সাকিব বিহীন ভারত কে বধ করল বাংলাদেশ। রবিবার সন্ধায় ভারতের দিল্লিতি টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।শুরুতেই রহিত শর্মাকে প্যাভিলনে পাঠায় সাফিউল।এরপর ধাওয়ান আর লোকেশ রাহুল হাল ধরেন।
শেষের দুই ওভারে কুনাল পান্ডে আর ওয়াশিংটন সুন্দর ৩০ রান তুলে ১৪৯ রানের টার্গেট দেয় বাংলাদেশকে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই লিটন দাসের উইকেট হারায়।হাল ধরেন সোম্য সরকার ও তরুন খেলোয়ার নাাঈম। নাইম যাওয়ার পরে একাই হাল ধরেন মুশফিক। সবশেষে মুশফিকের ৬০ আর মাহমুদুল্লার ১৫ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৮ চার ও এক ছয়ের ৪৩ বলের এক ঝঢ়ো ইনিংস খেলে মুশফিক।ভারতের বিরুদ্ধে এটিং বাংলাদেশের জয়ের প্রথম রের্কড।