ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ দল, ডিবি পুলিশ বুধবার ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে , মোঃ কামরান হাসান, পিতা- বিল্লাল হোসেন, সাং- চক্কাউড়িয়া, থানা- শ্রীবয়দী, জেলা- শেরপুরকে ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিল এবং মোঃ সজিব খাঁন, পিতা- মোঃ নূর আলম খাঁন , সাং- চরপালট, থানা - রাজাপুর , জেলা- ঝালকাঠীকে ১২ (বার) বোতল ফেন্সিডিলসহ আটক করেছে।