সময় সংবাদ ডেস্ক//
সাতক্ষীরার উপকূল এলাতায় তীব্র শীতে ও ঠান্ডাজনিত রোগে আট জনের মৃত্যু হয়েছে। শ্যামনগর উপজেলার উপকূলবর্তী এলাকা কৈখালী এলাকায় শুক্রবার বিকেল থেকে রবিবার ভোর পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কৈখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা খাতুন (৭০), ৪নং ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), আব্দুল গাজী (৭০) ৩নং ওয়ার্ডের ওমর গাজীর ছেলে লুৎফার গাজী (৭০), ২ নং ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), হামিদ গাজী (৭৬), ৬নং ওয়ার্ডের বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্রী বালা মন্ডল (৪৫) ও জয়খালি গ্রামের এন্তাজ চোকিদারের স্ত্রী মাজিদা খাতুন (৭৫)।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তীব্র শীত ও ঠান্ডাজনিত কারনে আট জনের মৃত্যু হয়েছে। উপকুলবর্তী আমার ইউনিয়নটি ভাত সীমান্তবর্তী। বাংলাদেশের কৈখালি ও ভারতের সীমান্ত নদী কালুন্দী। এ নদীর বেড়িবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। নিজস্ব অর্থায়নে ২শ কম্বল বিতরণ করেছি। সরকারি ভাবে দেওয়া হয়েছে ৪৬০টি কম্বল।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এম কামরুজ্জামান বলেন, শীতের কারণে মারা গেছে এমন তথ্য আমার কাছে নেই। তবে বার্ধক্যজনিত কারণে এসব মানুষগুলো মারা যেতে পারে। তারা বয়স্ক মানুষ।