টিকটক তারকার কাছে 'নগ্ন ছবি' পাঠাল পাকিস্তানের রেলমন্ত্রী, তোলপাড় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

টিকটক তারকার কাছে 'নগ্ন ছবি' পাঠাল পাকিস্তানের রেলমন্ত্রী, তোলপাড়

সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদের সঙ্গে দেশটির টিকটক তারকা হারিম শাহের একটি অনলাইন চ্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের রেলমন্ত্রীকে নিয়ে দেশটিতে চলছে তীব্র সমালোচনার ঝড়।

শনিবার ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, হারিম শাহ বলছেন, আমি কি আপনার কোনো গোপন রহস্য ফাঁস করেছি? তাহলে আমার সঙ্গে কথা বলছেন না কেন?’ জবাবে মন্ত্রী বলেন, তোমার যা ইচ্ছে করতে পারো। এরপর হারিম শাহ বলেন, ‘‌আপনি আমাকে যেসব অশ্লীল ভিডিও পাঠিয়েছেন, সেগুলোর কথা কি ভুলে গেছেন?‌’‌ 

তবে সেই প্রশ্নের জবাব না দিয়েই কলটি কেটে দেন পাকিস্তানের রেলমন্ত্রী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ভাইরাল হয়ে পড়ে। অন্যদিকে সমালোচনা শুরু হয়ে যায় রেলমন্ত্রীকে ঘিরে।

Post Top Ad

Responsive Ads Here