পাতা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের প্রাণ কেড়ে নিল ভাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০

পাতা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের প্রাণ কেড়ে নিল ভাই

প্রতিকী ছবি

রংপুর প্রতিনিধি:
ভুট্টা ক্ষেতে কলাগাছের পাতা হেলে পড়া থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই। আর এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন ছোট ভাইয়ের স্ত্রী ও তার পুত্রবধূ।


রংপুরের মিঠাপুকুরের বালারহাট ইউপির সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আফসার আলী ওই গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

স্থানীয়রা জানান, ছোট ভাই দেলোয়ার হোসেনের ভুট্টা ক্ষেতে আফসার আলীর কলা গাছের পাতা হেলে পড়ে। এ নিয়ে সোমবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে দেলোয়ার, তার স্ত্রী রেখা ও পুত্রবধূ আতিকা বেগম লাঠি দিয়ে বড় আফসারকে বেধম পেটাতে থাকেন। এতে আহত আফসারকে তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর দেলোয়ারসহ তার পরিবার পলাতক রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নিহতের ছেলে আবদুর রহমান চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here