ফরিদপুরে পুলিশের নাগরিক তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০

ফরিদপুরে পুলিশের নাগরিক তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই ¯েøাগান ধারণ করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে নাগরিক তথ্য সংগহ অভিযান উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরে বের করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর কোতয়ালী থানা থেকে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর নেতৃত্বে বনার্ঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, মোঃ সাইফুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম, মোঃ বেলাল হোসেন, তুহিন লস্কর প্রমুখ।

র‌্যালী শেষে বক্তব্য রাখেতে গিয়ে পুলিশ সুপার বলেন ফরিদপুরে জনবান্ধব পুলিশিং সেবার কাজের অংশ হিসেবে জেলার সকল নাগরিকের তথ্য সংগ্রহ করে একটি সুন্দর ডাটাবেজ তৈরি করা হবে। এতে সন্ত্রাস জঙ্গিবাদসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রনে অনেক বড় ভূমিকা পালন করবে নাগরিকের তথ্য সংগ্রহ ব্যবস্থা।  

 এর আগে কোতয়ালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য একটি সহায়তা সার্ভিস ডেক্স এর উদ্বোধন করেন পুলিশ সুপারসহ অন্য অতিথিরা।


Post Top Ad

Responsive Ads Here