ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন পরিচালনা করে বিভিন্ন প্রকার মাদকসহ ৩ জনকে আটক করেছে। ফেন্সিডিল, ইয়াবা, একটি ট্রাক ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, আজ ০৬ মার্চ রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানাধীন মারকাজ পেট্রোল পাঁম্প এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী কাটাখালি থানাধীন শ্যামপুর গোয়ালপাড়া মৃতঃ হালিম আলীর ছেলে সাইফুদ্দিন (২৯), সুচারন গ্রামের তাজু (২১) পিতা মৃত তবারক মোল্লা, এবং রাজপাড়া থানার লক্ষীপুর কাজিহাটা মৃত শাজাহানের ছেলে ডলার (৩৭) ৬৩১ বোতল ফেন্সিডিল, ৭৭০ পিস ইয়াবা, ০৪ টি মোবাইল, ০৫ টি সীমকার্ড, ০২ টি মেমোরী কার্ড, ০১ টি ট্রাক, ০১ টি প্রাইভেট কার এবং নগদ ১৫০০০ টাকাসহ তাদের আটক করা হয়। পরে উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।