বল আনতে গিয়ে দেখে স্কুলকক্ষে ছাত্রীর গলাকাটা মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

বল আনতে গিয়ে দেখে স্কুলকক্ষে ছাত্রীর গলাকাটা মরদেহ


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে গলা কেটে হত্যা করে মরদেহ স্কুলকক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা।


বুধবার বেলা ১১টায় নিখোঁজের প্রায় এক মাস পর ওই ছাত্রীর মরদেহের সন্ধান মিলে।

ওই ছাত্রীর নাম কাকলী। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম ভজন মিস্ত্রি। বাড়ি ইসলামাবাদ ইউপির উত্তর ইসলামাবাদ গ্রামে।

মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল। স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউপির সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি কিন্ডারগার্টেনের একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে গিয়ে শিশুরা একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে ওসি (তদন্ত) শাহজাহান কামালসহ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।



সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here