বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ একটি বিরল প্রাপ্তি উল্লেখ করে পুলিশ সদস্যদের প্রতি তিনি বলেন, অতীতের সব দুর্যোগ ও দুঃসময়ে পুলিশের ভূমিকার মতো এখনো মানুষের পাশে থেকে তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।
বুধবার বিকেলে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল থেকে তদুর্দ্ধ সব পর্যায়ের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
পুলিশ সদস্যদেরকে আশ্বস্ত করে আইজিপি বলেন, জনগণের জন্য জীবন বাজি রেখে যারা কাজ করছেন তাদের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রও তাদের সুরক্ষায় নানা আয়োজন রেখেছে।
বর্তমান করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের আনন্দ-বেদনার কথা তিনি ব্যক্তিগতভাবে শোনেন। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
এরইমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত সদস্যদের খাদ্য, চিকিৎসাসহ সব প্রকার প্রয়োজনীয় আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেন আইজিপি।
আক্রান্ত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের খোঁজখবর নেয়ার জন্যও নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত সব পুলিশ সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নিতে বলেন তিনি।
আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সম্ভবপর সব চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আইজিপি।
তিনি বলেন, পুলিশের সঙ্গে যে সব আনসার সদস্য কাজ করছেন তাদেরও ভালো-মন্দ আমাদের দেখতে হবে। যে ক্ষেত্রে আনসার সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা নেই সেক্ষেত্রে আমাদের সদস্যদের সুরক্ষার পাশাপাশি, তাদের জন্যও সুরক্ষার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
সময়/জাতীয়/রাজ