মানিকগঞ্জে ১১ মাসের শিশু আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

মানিকগঞ্জে ১১ মাসের শিশু আক্রান্ত


মানিকগঞ্জের সিংগাইরে ১১ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী ওই শিশুর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


ডা. সেকেন্দার আলী জানান, আক্রান্ত শিশুটিকে দুই সপ্তাহ আগে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে।   

ওই শিশুর পরিবার বর্তমানে সাভারে থাকে বলে জানান তিনি।   

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৩৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।  

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিঙ্গাইরে ৫ জন, মানিকগঞ্জ সদরে ৩ জন, শিবালয় উপজেলায় ২ জন এবং হরিরামপুরে ১ জন। আক্রান্তরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন আছেন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



সময়/জেলা/রাজ

Post Top Ad

Responsive Ads Here