ফরিদপুরের ওজনে চাল কম দেওয়ায় বিচার দাবী কাউন্সিলরের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

ফরিদপুরের ওজনে চাল কম দেওয়ায় বিচার দাবী কাউন্সিলরের


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের তরফ থেকে সরকারী চাল বিতরণে কম দেওযার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে ক্ষুদ্র হতদরিদ্ররা। আজ বিকেলে ক্ষুদ্র হতদরিদ্ররা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তার বিচার দাবী করে। 



এসময় তারা অভিযোগ করে বলেন, হতদরিদ্রদের জন্য বিতরণের জন্য বরাদ্দকৃত চাল ৫কেজির স্থলে ২/৩ কেজি দেয়। ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মীর্জা জাকির নিজে এই চাল বিতরণ করছিলেন। তাকে বার বার বললেও তিনি না শুনে আমাদের প্রতি স্লিপে ২/৩ কেজি করে কম দেয়। আমরা এ বিষয়ে তার বিচার চাই প্রশাসনের কাছে। 


এদিকে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানিয়েছেন, ফরিদপুর পৌরসভার এক নম্বর (সাবেক) ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর্জা জাকির হোসেন খোদাবক্স রোডের দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় বিশৃংখল পরিবেশের সৃষ্টি হয়, এছাড়াও মাপে কম দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here