পেটের ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিল যুবক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২০

পেটের ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিল যুবক

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি:

জীবনে নানা ধরনের যন্ত্রণা থাকতেই পারে। কেউ সইতে পেরে যন্ত্রণাকে করে জয় আবার কেউ সইতে না পেরে করে বসে নানা কাণ্ড। এবার পেটের ব্যথার যন্ত্রণা সইতে না পেরে অপ্রত্যাশিত কাণ্ড করে বসলেন মছকুর মিয়া নামের এক যুবক। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিজ ঘরে ফাঁস নিলেন এ যুবক।

শুক্রবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউপির পইলভাগ গ্রাম থেকে মছকুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মছকুর মিয়া পইলভাগ গ্রামের মাহমুদ আলীর ছেলে।

জগন্নাথপুর থানার এসআই দিপঙ্কর সরকার বলেন, বৃহস্পতিবার রাতে সবার অগোচরে বসতঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগান মসকুর। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মছকুর মিয়া দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথার যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।


সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here