দাদির সামনেই নদীতে তলিয়ে গেলো দুই বোন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২০

দাদির সামনেই নদীতে তলিয়ে গেলো দুই বোন



কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে গোমতী নদীতে দাদির সঙ্গে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে তলিয়ে গেছে। শুক্রবার দুপুরে জিয়ারকান্দি ইউপির রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

দুই বোন হলো- রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা ও মহাসিন মিয়ার মেয়ে মনিজা। নিখোঁজ দুই শিশু আপন চাচাতো বোন। 

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে শিশু দুটি দাদির সঙ্গে গোমতী নদীতে গোসল করতে যায়। পরে দাদির সামনেই তারা পানিতে তলিয়ে যায়। অনেক সময় পরেও ফাতেমা ও মনিজা ভেসে না উঠলে দাদি বাড়িতে সবাইকে খবর দেন। পরে স্থানীয়রা কুমিল্লা ফায়ার সার্ভিসকে ফোনে জানালে বিষয়টি জানালে তাদের আসতে ৩ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে। 

এদিকে গোমতী নদীর পাড়ে ফাতেমা ও মনিজার স্বজনদের আহাজারিতে প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। নিখোঁজ ফাতেমা স্থানীয় উল্লাস মাল্টিমিডিয়া স্কুলে নার্সারি এবং মনিজা সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলে কেজিতে পড়তো। 


সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here