সময় সংবাদ ডেস্কঃ
নিষেধাজ্ঞার ৪৯ দিন পর সোমবার থেকে লঞ্চ ছাড়ায় লকডাউনের মাঝেও লঞ্চে ভিড় দেখা গেছে। এমনকি ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাস উপেক্ষা করেও রাতে বহু সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করেছে।
এমন পরিস্থিতিতে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েছিল ঢাকা ছেড়ে চাঁদপুরগামী এমভি সোনারতরী-২ নামের একটি লঞ্চ। তবে ও চালকের বুদ্ধিমত্তায় লঞ্চটি দুর্ঘটনা এড়াতে পেরেছে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় দেড় শতাধিক যাত্রী। সোমবার রাতে মেঘনা নদীতে মতলব ও গজারিয়া সীমান্তবর্তী এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। লঞ্চটি ঝড়ের কবলে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
কাজি ইয়াসিন নামে এক যাত্রীর করা ভিডিওতে দেখা গেছে, তীব্র বাতাসে লঞ্চটি কাঁপছে আর যাত্রীরা চিৎকার করছেন। আল্লাহর নাম নিচ্ছেন। পরে তার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ঢাকা থেকে সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ছেড়ে আসে সোনারতরী- ২ লঞ্চ। এতে দেড় শতাধিক যাত্রী রয়েছে। ঝড়ের কবলে পড়ে তাদের লঞ্চ এখন গজারিয়ায় চরে আটকে আছে।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই আমরা ঘাটে অবস্থান করছি। ঝড়ে সোনার তরী- ২ লঞ্চটি আটকে আছে, এমন খবর কেউ জানায়নি। আমাদের জানা মতে সব লঞ্চ ঘাটে পৌঁছেছে।
চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ঝড়ে চাঁদপুরের কোনো লঞ্চ ক্ষতিগ্রস্ত কিংবা চরে আটকে পড়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। তারপরও আমরা খোঁজ নিচ্ছি।