অসহায় কৃষকের ধান কাটলো মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, May 03, 2021

অসহায় কৃষকের ধান কাটলো মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ

 




গোপালগঞ্জ প্রতিনিধিঃ


চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। সময় মতো ধান কাটা নিয়ে যখন তারা চিন্তিত, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে  ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সুজন শেখের উদ্যোগে গত ২ মে(রবিবার) গরীব কৃষকদের ধান কাটলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


ছাত্রলীগ নেতৃবৃন্দ  প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রোজা থাকা অবস্থায় প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন  এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এ কাজ করে।


দরিদ্র কৃষক আব্দুল কাদের বলেন,করোনা মহামারীতে অর্থ সংকটে ক্ষেতের ধান ঘরে তুলতে সমস্যায় পড়ি তখন ছাত্রলীগের সবাই আমার ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ায় আমার বড় উপকার হয়েছে। 


এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সুজন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমাদের এ কাজ অব্যাহত থাকবে।অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা সবসময়  গর্ববোধ করি।সুতরাং মানুষের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। 


ধানকাটা কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মুকসুদপুর উপজেলা  ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক উজ্জ্বল,সহ গ্রন্থ প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান,  ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, শুভ , হৃদয়,জনি আহমেদ , বাধন,মাছুদ, জোবায়ের, , আক্তার হোসেন, জুয়েল সরদার, রুবেল সহ প্রমুখ।



No comments: