সময় সংবাদ ডেস্কঃ
জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় কিডনি পাচার চক্রের ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় উপজেলার বারইল নলপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দুলু মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের তমেজ আলীর ছেলে। তার সহযোগী গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল ওরফে কেরামত আলী কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত ২ জন আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপির বারইল গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন থেকে ঘোরাফেরা করছিল। তারা গ্রামের মানুষদের প্রতিটি কিডনি ৪ লাখ থেকে সাড়ে ৭ লাখ টাকার প্রলোভন দেখিয়ে কিডনি ক্রয়ের প্রস্তাব দিয়ে আসছিল।
এদিকে কিডনি চক্রের সদস্য নাজমুল ও দুলু মিয়া বারইল গ্রামের গোলাম মোস্তফা ও রুবেলকে এমন প্রস্তাব দিয়ে বাড়িতে আসা-যাওয়া করতে থাকে। গোলাম মোস্তফা ও রুবেল ওই গ্রামের ডলার মাস্টারকে বিষয়টি জানান। পরে গ্রামবাসী ওই চক্রের ২ সদস্যকে আটক করে মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীমকে জানান। পরে চেয়ারম্যান ঘটনাটি ক্ষেতলাল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় গোলাম মোস্তফা বাদী হয়ে ১৯৯৯ সালের মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে প্রতারণার অপরাধে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসী আসামিদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।