জুনেই আসছে ১০ হাজার কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ৩০, ২০২১

জুনেই আসছে ১০ হাজার কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি


 


সময় সংবাদ ডেস্কঃ


ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। জুন মাসেই এ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

বাংলাদেশ পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখা জানিয়েছে এবার আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এবার যোগ্যত কিছুটা বাড়ানো হচ্ছে। ন্যূনতম যোগ্যতা এইচএসসি করা হতে পারে। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 


নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন হতে পারে। আগে পুরুষদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।


এ বিষয়ে পুলিশ সদরদফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, নিয়োগ ও নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ করতে নিয়োগবিধিতে কিছু সংশোধনী আনা হচ্ছে। সংশোধনীগুলো চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে।

Post Top Ad

Responsive Ads Here