sports desk//
চলতি কোপা আমেরিকা ২০২১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়েকে ১-০গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। সেই সাথে চিলিকে টপকে এ গ্ৰুপের শীর্ষে উঠে এসেছে আলবেসিলেস্তেরা।
এদিকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ৩ ম্যাচ এবং এবারের কোপা আমেরিকায় নিজেদের শুরুর ম্যাচেও ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের।
আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচের আগে মাঠে নামে একই গ্ৰুপের দুই দল চিলি এবং বলিভিয়া। বলিভিয়াকে হারিয়ে শীর্ষস্থান দখল করে ২০১৫ ও ২০১৬ আসরের শিরোপাজয়ী দল চিলি।
যে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচটি দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের দ্বাদশ মিনিটে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেজ।
মেসির ক্রসকে কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন প্যারেডেসের বদলে আজ দলে সুযোগ পাওয়া এই মধ্য মাঠের ফুটবলার।
এদিকে বাকি সময়ে আর কোন গোল না হলে ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। সেই সাথে দখলে নেয় এ গ্ৰুপের শীর্ষস্থানও।