ফরিদপুরে ১৫৭২টি জমিসহ গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফ্রিং - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৯, ২০২১

ফরিদপুরে ১৫৭২টি জমিসহ গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফ্রিং



ফরিদপুর প্রতিনিধি :
‘‘মুর্জিব শতবর্ষে থাকবে না কোনো গৃহহীন’’ এই শ্লোগান নিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ফরিদপুরের ১৫শ ৭২ পরিবার ঘর পাচ্ছে আগামীকাল রবিবার। সারাদেশের সঙ্গে এক যোগে গৃহগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে ব্রিফ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা সহ প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।   

  
প্রেস কনফারেন্সে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৫৭২টি গৃহের চাবি হস্তান্তর করা হবে। রবিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে এই গৃহ সমূহ হস্তান্তর করবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে এ জেলার সকল ভূমি ও গৃহহীন মানুষের জন্য ভূমি ও আবাসন নিশ্চিত করা হবে। 


তিনি আরো বলেন, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৯০ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২.৮ ফুট প্রস্থের পাকা ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুতের ব্যবস্থা। তবে জেলা প্রশাসনের উদ্যোগে এবারের বিশেষ সংযোজন করা হয়েছে প্রতিটি ঘরের সামনে চারটি করে ফলদ বৃক্ষ রোপণ।
 

Post Top Ad

Responsive Ads Here