নায়ক জায়েদ খানের হ্যাট্রিক জয় |
বিনোদন সংবাদ:
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন গত দুই মেয়াদের সফল নেতা জায়েদ খান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জায়েদের কাছে ১১ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ।
শনিবার (২৯ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।
তবে এবার জায়েদ খান আগের দুইবারের সভাপতি মিশা সওদাগরকে সঙ্গী হিসেবে পাচ্ছেন না। সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিপক্ষের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হলেও একসঙ্গে মিলেমিশে কাজ করবেন বলে জানিয়েছেন আলোচিত এই নায়ক।
তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এবারের নির্বাচন আমার জন্য সবচেয়ে কঠিন হয়েছে। শিল্পীরা যাদের ভালো মনে করছেন তাদেরকেই ভোট দিয়েছেন। আমি নির্বাচিত হয়েছি সবার দোয়ায় এবং শিল্পীদের ভালোবাসায়।
যোগ করে বলেন, নির্বাচন ঘিরে অনেক কাঁদা ছোড়াছুড়ি হয়েছে যেটা কাম্য ছিল না। যারা তৃতীয়বারের মতো ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে সভাপতি মিশা ভাইকে ভীষণ মিস করব। চার বছর ধরে আমাদের একসঙ্গে পথ চলা।
শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। বিএফডিসিতে সকাল ৯টা ১৬ মিনিটে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫টা ১৬ মিনিটে। এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটার উপস্থিত হয়েছেন। ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করেন।
সময়/রাজ/বাংলা