কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন বিএনপির সফল কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। শুক্রবার দুপুরের দিকে পৌর শহরের স্থানীয় নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
চাকামইয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো: মজিবর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান বিশ্বাস, গাজী গোলাম সারওয়ার, কলাপাড়া পৌর বিএনপির আহবায়ক গাজী মো: ফারুক, সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খন্দকার নাসির উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও সকল সহযোগি অংগ-সংগঠনের নেতা ও সমর্থকবৃন্দ।